জান গে মানুষের করণ কীসে হয়

জান গে মানুষের করণ কীসে হয়।

ভুলো না মন বৈদিক ভোলে সহজ রাগের ঘরে বয়।|

 

ভাটি স্রোত যার ফেরে উজন

তাতে কি হয় মানুষের করণ

পরশনে না হলে মন

দরশনে কী পায়।।

 

টলাটল করণ যাহার

পরশ গুণ কই মেলে তার

গুরুশিষ্য যুগ-যুগান্তর

ফাঁকে ফাঁকে রয়।।

 

লোহায় সোনা পরশ পর্শে

মানুষের করণ তেমনি সে

লালন বলে হলে দিশে

জঠর জ্বালা যায়।।


এখানে আপনার মন্তব্য রেখে যান