বিষয়-বিষে চঞ্চলা মন দিবা-রজনী।
মনকে বোঝালে বুঝ মানে না ধর্মকাহিনী।।
বিষয় ছাড়িয়ে কবে
মন আমার শান্ত হবে
আমি কবে সে চরণ করিব শরণ
যাতে শীতল হ’বে তাপিত প্রাণী।।
কোনদিন শ্মশানবাসী হ’ব
কী ধন সঙ্গে লয়ে যাব
কী করি কী কই, ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বাণী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা
অধীন লালন বলে, দেহ নিত্য হলে
আর কতই কি না করতে জানি।।
Posted from WordPress for Android