সদা সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সে নীরের খবর
নীরঘাটায় খুঁজলে তারে পায় অনাসে।।
বিনা মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
যাতে হ’ল ডিম্বুর গঠন
থাকিয়ে অবিম্বু শম্ভু বাসে।।
যথা নীরের হয় উতপত্তি
সেই আবেশে জন্মে শক্তি
মিলন হ’ল উভয় রতি
ভাসলে যখন নরেকারে এসে।।
নীরে নিরঞ্জন অবতার
নীরেতে সব করবে সংহার
সিরাজ সাঁই তাই কয় বারে বার
দেখ রে লালন আত্মতত্বে বসে।।
Posted from WordPress for Android