Monthly Archives: মে 2015

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি।
বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি।।

আমি ক্ষণেক থাকি স্বরূপ দেশে
আবার বেড়াই হাওয়ায় মিশে
ভক্তের উদ্দেশ্যে শতদলে মিশে
ঘৃত ছানা পান করি।।

আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম
যে ভাবে যখন ডাকে সে ভাবে পুরাই মনোস্কাম
ভক্তের দ্বারে বাঁধা আছি তাই
শান্তিরসে ভোর করি।।

আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই
ভক্তের মন রক্ষা করতে গো ধেনু চরাই
ভক্ত ছাড়া নাই কো আমি
সুবাতাসেতে ঘুরি।।

আমি রাই হৃদরসে ভক্তে থাকি মিশে
ভক্তির পরীক্ষা হলে পায় সে আয়াসে
ফকির লালন হলো অপদার্থ
চরণ ভিক্ষা দেও এসে।।


নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী।

নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী।
যত সাধে শ্যাম আরও মান বাড়াও ভারি।।

ধন্য তোর বুকের জোর
কাঁদালে জগৎ ঈশ্বর
করে মান জারি;
ইহার প্রতিশোধ কি
না নিবেন সেই হরি।।

ভাবেতে বুঝলাম দড়
শ্যাম হইতে মান বড়
হল তোমারি;
থাক থাক রাই দেখবো তোমার
সব ভারিভুরি।।

দেখেছ কে কোথায়
পুরুষকে পায়ে ধরায়
সে কোন নারী;
লালন কয় বিন্দে
মান কি তোর এতই ভারি।।


নিগূঢ় প্রেমকথাটি তাই আজ আমি শুধাই কার কাছে

নিগূঢ় প্রেমকথাটি তাই আজ আমি শুধাই কার কাছে।
কোন প্রেমে আল্লা নবি মিশলো মিয়ারাজে।।

মিয়ারাজ সেই প্রেমের ভুবন
গুপ্ত ব্যক্ত আলাপ করে দুইজন
তার কেবা পুরুষ কে প্রকৃতি
প্রমাণ তার কি লিখেছে।।

কোন প্রেমের প্রেমিক ফাতেমা
সাঁই কে করে পতি ভজনা
কোন প্রেমের দায়, ফাতেমাকে সাঁই
মা বোল্‍ বলে ডেকেছো।।

কোন প্রেমে হয় গুরু ভাবতরী
কোন প্রেমে হয় শিষ্য কাণ্ডারী
না বুঝে লালন প্রেমের অন্বেষণ
ভবে পিরিত করে মিছে।।