Monthly Archives: ফেব্রুয়ারি 2015

নীরে শুনি নিরঞ্জন হ’ল

নীরে শুনি নিরঞ্জন হ’ল।
নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল।।

কোন নূরে হয় আসমান জমিন
কোন নূরে হয় পবন পানি
কোন নূরে ভাসিলেন গনি
সে নূরে কোন নূর আসিল।।

তুবা নামে দরক্ত পয়দা
কোন নূরে গঠিল খোদা
আরস-কুরছি মহম্মদা
কোন নূর জুদাই করিল।।

আদম বল কোন নূরে হয়
মা হাওয়া কি সে নূরে নাই
কয় রতি নীর ঝরে কোথায়
ইহার ভেদ খুলে বল।।

মহম্মদ যে নূরে হয়
খাতুন জিন্নাত কি সে নূরে নাই
সিরাজ সাঁই কয় লালন তোমার
কোথা নূরের বসতি ছিল।।

Posted from WordPress for Android


নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ-চকোরা

নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ-চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল, কীরূপে হয় মিলন যুগল
জানলি নে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।।

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভবে, নপুংসক না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড পরে, কী দিব তুলনা তারে
রসিকজনা জানতে পারে, অরসিকের চমৎকারা।।

সামর্থাকে পূর্ণ জেনে বসে আছে সেই গুমানে
যে রতিতে জন্মে মতি সে রতির কী আকৃতি
যারে বলে সুধার পতি ত্রিলোকের সেই নিহারা।।

শোণিত শুক্র চম্পকলি, কোন স্বরূপ কাহারে বলি
ভৃঙ্গরতির কর নিরূপণ, চম্পাকলির অলি যে জন
গুরু ভেবে বলছে লালন, কিসে যাবে তারে ধরা।।

Posted from WordPress for Android


নৈরাকারে দুইজন নূরি ভাসছে সদাই

নৈরাকারে দুইজন নূরি ভাসছে সদাই।
ঝরার ঘাটে যোগান্তরে হচ্ছে উদয়।।

একজন পুরুষ একজন নারী
ভাসছে সদাই বরাবরি
উপরআলা সদর বারি
যোগ তাতে দেয়।।

মাসান্তে সেই দুইজনা
আবেশে হয় দেখাশুনা
জেনেছে যে উপাসনা
সেই ভাগ্যোদয়।।

যে চেনে সেই দুইজন নূরিকে
সিদ্ধি হবে যোগে যোগে
লালন ভেড়ো প’লো ফাঁকে
মনের দ্বিধায়।।

Posted from WordPress for Android