নীরে শুনি নিরঞ্জন হ’ল।
নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল।।
কোন নূরে হয় আসমান জমিন
কোন নূরে হয় পবন পানি
কোন নূরে ভাসিলেন গনি
সে নূরে কোন নূর আসিল।।
তুবা নামে দরক্ত পয়দা
কোন নূরে গঠিল খোদা
আরস-কুরছি মহম্মদা
কোন নূর জুদাই করিল।।
আদম বল কোন নূরে হয়
মা হাওয়া কি সে নূরে নাই
কয় রতি নীর ঝরে কোথায়
ইহার ভেদ খুলে বল।।
মহম্মদ যে নূরে হয়
খাতুন জিন্নাত কি সে নূরে নাই
সিরাজ সাঁই কয় লালন তোমার
কোথা নূরের বসতি ছিল।।
Posted from WordPress for Android