Monthly Archives: নভেম্বর 2013

শুদ্ধ প্রেমরসের রসিক মেরে সাঁই

শুদ্ধ প্রেমরসের রসিক মেরে সাঁই।
পড়িলে গুণিনে কিরে তারে পাই।।

রোজা-পূজা করলে সবে
আপ্ত সুখের কার্য হবে
সাঁইর করণ কি সই বরিবে
মনে ভাব তাই।।

ধ্যানীজ্ঞানী মুনি জনা
প্রেমের খাতায় সই পড়েনা
প্রেম পিরিতের উপাসনা
বেদে নাই।।

প্রেমে পাপ কি পুণ্য হয় রে
চিত্রগুপ্ত লেখতে নারে
সিরাজ সাঁই কয় লালন তোরে
তাই জানাই।।

Posted from WordPress for Android


শুদ্ধ প্রেমরসিক বিনে কে তারে পায়

শুদ্ধ প্রেমরসিক বিনে কে তারে পায়।
যার নাম আলেক মানুষ আলেকে রয়।।

রসিক রস অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূলখণ্ড হয়।।

নীরে নিরঞ্জন আমার
আদি লীলা করলেন প্রচার
হলে আপন জন্মের বিচার
সব জানা যায়।।

আপনার জন্মলতা
খোঁজ গে তার মূলটি কোথায়
লালন বলে হবে সেথা
সাঁইর পরিচয়।।

Posted from WordPress for Android


শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়

শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
না মানে আচার, না মানে বিচার
শুদ্ধ রসের রসিক সেই দয়াময়।।

জান না মন শুকনা কাষ্ঠে
কবে তার মালঞ্চ ফোটে
তেমনি প্রেম নাই যার চিত্তে
এমনি কাষ্ঠে সে
নিজ সুখের জন্য পরপুত্র
বলিদান দেয়।।

সেই প্রেমের এমনি ধারা
ফণী যেমন মণিহারা
দেখলে তার মুখ, হৃদয়ে বাড়ে সুখ
দয়ালচাঁদ তার থাকে সহায়।।

যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় নিধি
শুদ্ধ প্রেম দিয়ে, এবার ভজ গোপীরে
লালন বলে সে প্রেম কি আজ ঘটবে আমায়।।

Posted from WordPress for Android