শহরে ষোলজনা বোম্বেটে।
করিয়ে পাগলপারা নিল তারা সব লুটে।।
রাজ্যেশ্বর রাজা যিনি
চোরের শিরোমণি
নালিশ করিব আমি
কোন্খানে কার নিকটে।।
পাঁচ জনা ধনী ছিল
তারা সব ফতুর হল
কারবারে ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে।।
গেল ধন মালনামায়
খালি ঘর দেখি জমায়
লালন কয় খাজনারি দায়
কখন যেন যায় লাটে।।
Posted from WordPress for Android