Monthly Archives: এপ্রিল 2016

জানি মন প্রেমের প্রেমিক কাজে পেলে

জানি মন প্রেমের প্রেমিক কাজে পেলে।
পুরুষ কি প্রকৃতি স্বভাব থাকতে কি ভাব রসিক বলে।।

মদনজ্বালায় ছিন্নভিন্ন
প্রেম প্রেম বলে লোক জানালো
ঐহিক দ্বারে রসিক গণ্য
ঘুকসী জারি প্রেম-টাকশালে।।

সহজ সুরসিক জনা
শোসায় শোষে বাণ ছাড়ে না
সেই সে প্রেমের ছন্দি জানা
যায় না মূলে না ডুবিলে।।

তিন রসে প্রেম সাধলেন হরি
শ্যাম অঙ্গ গৌরাঙ্গ তারি
লালন বলে বিনয় করি
সেই রসে প্রেমরসিক খেলে।।


জীব ম’লে যায় জীবান্তরে

জীব ম’লে যায় জীবান্তরে।
জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে।।

জীবের কর্ম বন্ধন
না হয় খণ্ডন
প্রতিবন্ধন কর্মের ফেরে।।

ক্ষিতি-অপ-তেজ-মরুত-ব্যোম
এরা দোষী নয় দোষী আদম
বেহুঁশে খেয়ে গন্ধম
তাইতে এলো ভাবনগরে।।

আত্মা আর পরম-আত্মা
ত্রিসংসারে জগৎকর্তা
ভুলে আত্মা জগৎকর্তা
লক্ষ যোনী ঘুরে মরে।।

গুরু ধরে জ্যান্তে মরে
বসাও গুরুর হৃদমাঝারে
সিরাজ সাঁই এর চরণ ভুলে
লালন মিছে কেন বেড়াও ঘুরে।।