বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা।
ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা।।
ব্রজপুরে নন্দের ঘরে
ছিলাম রে ভাই কারাগারে
তাইতে আমি এলাম ছেড়ে
নদীয়ায় এসে দেখা।।
অগুরু চন্দন এখন
সব দিয়েছি রাধার কারণ
এই অঙ্গে সেই অঙ্গের জীবন
আছে চন্দ্রমুখা।।
রাধার প্রেমের ঋণের কাঙ্গাল
বৃন্দাবন ত্যাগ করে নন্দলাল
মনের দুঃখ বলছে লালন
আমার কেবল রফা।।
Posted from WordPress for Android