নৈরেকারে ভাসছে রে এক ফুল।
সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
তাদের সে-ফুল হয় মাতৃকুল।।
বলবো কি সেই ফুলের গুণবিচার
পঞ্চমুখে সীমা দিতে না রে নর
যারে বলি মূলাধার, সেহি তো অধর
ফুলের সঙ্গ ধরা তার সমতুল।।
নীলে অন্ত নাই স্থিতি সে ফুলে
সাধকের মূল বস্তু এই ভূমণ্ডলে
বেদের অগোচর, সে ফুলের নাগর
সাধুজনা ভেবে করেছে তার উল্।।
কোথা বৃক্ষ কোথা রে তার ডাল
তরঙ্গে পড়ে ফুল ভাসছে চিরকাল
কখন এসে অলি, মধু খায় ফুলি
লালন বলে চাইতে গেলে দেয় রে ভুল।।
Posted from WordPress for Android