Monthly Archives: মার্চ 2018

জান গে মানুষের করণ কীসে হয়

জান গে মানুষের করণ কীসে হয়।

ভুলো না মন বৈদিক ভোলে সহজ রাগের ঘরে বয়।|

 

ভাটি স্রোত যার ফেরে উজন

তাতে কি হয় মানুষের করণ

পরশনে না হলে মন

দরশনে কী পায়।।

 

টলাটল করণ যাহার

পরশ গুণ কই মেলে তার

গুরুশিষ্য যুগ-যুগান্তর

ফাঁকে ফাঁকে রয়।।

 

লোহায় সোনা পরশ পর্শে

মানুষের করণ তেমনি সে

লালন বলে হলে দিশে

জঠর জ্বালা যায়।।


জান গে বরজোখ ভেদ পড়ে বিলায়েত

জান গে বরজোখ ভেদ পড়ে বিলায়েত

অচিনকে চিনবি ঐ বরজোখ ধরে

নবুয়তে সব, অদেখা তপজপ

বিলায়েতে দীপ্তকার দেখ নজরে।।

 

বরজোখে যার নাহি নেহারা

আখেরে সাঁইয়ের রূপ চিনবে কি তারা

নবি সরওয়ার বলছে বারংবার

প্রমাণ আছে তার হাদিস মাঝারে।।

 

সেই প্রমাণ এখানে মানি

অদেখা রে দেখে কেমনে চিনি

যদি চিনা যায়, তার বিধি হয়

আরেক জনকে সত্য বিশ্বাস করে।।

 

নবুয়ত বিলায়েত কারেবলা যায়

যে ভজে মুরশিদ সেই জানতে পায়

লালন ফকির কয়, আরেক ধান্দা হয়

বস্তু বিনে নামে পেট কই ভরে।।


জান গে যা পদ্ম নিরূপণ

জান গে যা পদ্ম-নিরূপণ।

কোন পদ্মে জীবের স্থিতি কোন পদ্মে গুরুর আসন।।

অধ:পদ্ম ঊর্ধপদ্ম

নীলে নিত্য এই শাস্ত্র

যে পদ্ম সাধকের বর্ত

সেই পদ্মের কেমন বরণ।।

আড়া পদ্মের কুড়া ধরে

ভৃঙ্গ রতি চলে ফেরে

সেই পদ্ম কোন দলের পরে

বিকশিত হয় কখন।।

গুরুমুখে পদ্মবাক্য

হৃদয়ে যার হয়েছে ঐক্য

জানে সে সকল পক্ষ

কহে দীনহীন লালন।।