Monthly Archives: সেপ্টেম্বর 2020

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন

নিহাজ নাই তোমার নাচানাচি সার

মিছে লাফ দিয়ে ধরতে চাও গগন।।

সামান্য রসের মর্ম পাবে কে

কে বলে প্রেমরসের রসিক সে

সে প্রেম কেমন, কর নিরূপণ

প্রেমের সন্ধি জেনে থাক কে চেতন।।

ভক্তিপাত্র আগে করবে নির্ণয়

মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়

নইলে হবে না, প্রেম-উপাসনা

মিছে জল বাড়ায়ে হবে মরণ।।

মুক্তিদাতা নয়নের অজান

ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান

মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল

সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।


চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়।

সেই চাঁদের উদ্দিশ জানে রসিক মহাশয়।।

চাঁদের রাহু চাঁদের গ্রহণ

জানা বড় করণ কারণ

বেদে তার ভেদ অন্বেষণ

পাবে কোথায়।।

রবি-শশী বিমুখ থাকে

মাস অন্তে সুদৃষ্ট দেখে

মহাযোগ সেই গ্রহণযোগে

বলতে লাগে ভয়।।

কখন রাহু রূপ ধরে

কোন চাঁদে কোন চন্দ্র ঘোরে

লালন কয় স্বরূপ দ্বারে

দেখলে দেখা যায়।।