নিচে পদ্ম উদয় জগৎময়।
আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়।।
নিচে পদ্ম দিবসে মুদিত
আসমানেতে চন্দ্র উদয় তখন বিকশিত
তারা দুয়েতে এক যুগল আত্মা
সে চাঁদ লক্ষ যোজন ছাড়া রয়।।
চন্দ্র পদ্ম কান্ত শান্ত যে
মালির সঙ্গে রসরঙ্গে যোগ করেছে সে
মালি যেমন সাজিয়ে ডালি
বসে আছে দরজায়।।
গুরু পদ্ম শিষ্য চন্দ্র হয়
শিষ্য পদ্মে গুরু বদ্ধ রয়
লালন বলে এরূপ হলে
তাদের যুগল আত্মা জানা যায়।।
Posted from WordPress for Android