মুরশিদের ঠাঁই নে না রে তার ভেদ বুঝে।
এ দুনিয়ায় ছিনায় ছিনায় কী ভেদ নবি বিলায়েছে।।
ছিনার ভেদ ছিনায় ছিনায়
ছফিনার ভেদ ছফিনায়
যে পথে যার মন হল ভাই
সেই সেভাবে দাঁড়িয়েছে।।
কুতর্ক আর কু-স্বভাবি
তারে ভেদ বলে নাই নবি
ভেদের ঘরে দিয়ে চাবি
শরামতে বুঝিয়েছে।।
নেকতন বান্দারা যত
ভেদ পেলে আউলিয়া হতো
নাদানেরা শূল চাঁচিত
মনসুর তার সাবুদ আছে।।
তফসির হোসাইনি যার নাম
তাই ধুড়ে মসনবি কালাম
ভেদ-ইশারায় লিখা তামাম
লালন বলে নাই নিজে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন