ফেরেব ছেড়ে করো ফকিরি।
দিন তোমার হেলায় হেলায় হল আখেরি।।
ফেরেব ফকিরের ধারা
দরগা নিশান ঝাণ্ডাগাড়া
গলায় বেধে হড়ামড়া
শিরনি খাওয়ার ফিকিরি।।
আসল ফকিরি মতে
বাহ্য আলাপ নাহি তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধের চটক ভারি।।
নাম-গোয়ালা কাজি ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাই কয় অবোধ লালন
কর সাধুর খাতায় জুয়াচুরি।।
Posted from WordPress for Android