Category Archives:

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে।
বেধেঁছে এমন ঘর শূন্যের উপর পোস্‍তা করে।।

ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাই রে মাটি
কীসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।

ঘরে মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।

ঘরে নিচে উপর সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।


ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়

ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়।
আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায়।।

সুইছিদ্রে চালায় হাতি
বিনা তেলে জ্বালায় বাতি
কখন হয় নিষ্ঠারতি
ঠাঁই অঠাঁই সেহি রয়।।

কাম করে না নাম জপে না
শুধু দেল আশেক দেওয়ানা
তার কাছে মোর সাই রব্বানা
মদত সদাই।।

মাশুকের আশেকি নামাজ
রাজি তাতে রয় বেনিয়াজ
লালন করে শৃগালের কাজ
দিয়ে সিংহের দায়।।