Category Archives:

ডুবে দেখ দেখি মন ভবকূপে

ডুবে দেখ দেখি মন ভবকূপে।
আর কতদিন রাখবা চেপেচুপে।।

খেললি খেলা খেলার ঘরে
আসিয়া দু’দিনের তরে
সঙ্গের হিল্লায় মিশে মন রে
এখন পড়েছে বিষম ধূপে।।

ধুলোর পাশা ফুলের গুটি
তাই নিয়ে মন আটাআটি
যখন চার ইয়ারে বাঁধবে খাঁটি
কাদবে রে ভাই মা-বাপে।।

সিরাজ সাইজীর শখের বাজারে
ডাকাত এসে সকল নেয় হরে
হত বর্বর লালন বলে
আমার প্রাণ ওঠে কেপে।।


ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়

ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।
আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়।।

শুনতে পাই চার কারের আগে
আশ্রয় করেছিল রাগে
সে বেশে অটলরূপ ঝেঁপে
মানুষ-লীলা জগতে দেখায়।।

লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাই আছে তেমন
তা নইলে কি সব নূরীতন
আদম-তনে সেজদা জানায়।।

আহাতে আহাম্মদ হ’ল
মানুষে সাই জন্ম নিল
লালন মহা ফ্যারে প’লো
সিরাজ সাইর অন্ত না পাওয়ায়।।


ডুবে দেখ দেখি নদীর জলে মীনরূপে সাই খেলে

ডুবে দেখ দেখি নদীর জলে মীনরূপে সাই খেলে।
প্রেমডুবারু না হলে মীন বাধবে না রে জালে।।

জেলে জুতেল বর্শেল আদি
ভ্রমিয়ে চার যুগাবধি
কেউ তারে না পেলে;
খাড় করে মীন রয় চিরদিন
প্রেমসন্ধি স্থলে।।

প্রেম-নদীর তির ছন্দি
খুলতে পারে সেহি বন্দী
প্রেমডুবারু হলে;
তবে সে মীন আসবে হাতে
আপনার আপনি চলে।।

স্বরূপ শক্তি প্রেমসিন্ধু
মীন অবতার দীনবন্ধু
সিরাজ সাই যায় বলে;
ও তুই শোন রে লালন মলি এখন
গুরুত্ব ভুলে।।