ছি ছি লজ্জায় প্রাণ বাঁচে না।
ভরা কলসের জল ঢেলে যেন পড়ে না।।
রাধে লো তোর করি রে মানা
কদমতলায় আর যেও না
কদমতলায় গেলে তোমার বসন
আর থুবে না।।
রাধে লো তোর করি রে মানা
কৃষ্ণের সঙ্গে প্রেম কর না
কৃষ্ণের সঙ্গে করলে প্রেম
সর্বসখি গোছবে না।।
রাধে লো তোর করি রে মানা
কালার সঙ্গে কথা বল না
লালন বলে সর্ব অঙ্গ বেঁধে দিবে
তোমায় ছাড়বে না।।