খোদে খোদার প্রেমিক যে জনা।
মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা।।
আগে চায় রূপটি চেনা
তবে যাবে খোদাকে জানা
মুর্শিদকে না চিনলে পরে
হবে না তোর ভজনা।।
আগে মনকে নিষ্ঠা কর
নবি নামের মালা গাঁথ
অহর্নিশি চেতন থাক
কর কাল-যাপনা।।
সিরাজ সাঁইজীর চরণ ভুলে
অধীন লালন কেঁদে বলে
চরণ পাই যেন অন্তিমকালে
আমায় ফেল না।।
Posted from WordPress for Android