আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে।।
কত কত লক্ষ যোনী
ভ্রমণ করে জানি
মানবকুলে মন রে তুমি
এসে কী করিলে।।
মানবকুলেতে আসায়
কত দেব-দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে।।
ভুলো না রে মনরসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে।।
Posted from WordPress for Android