চাতক বাঁচে কেমনে।
শুদ্ধ মেঘের বরিষণ বিনে।।
কোথায় হে নব জলধর
চাতকিনী ম’লো এবার
ও নামে কলঙ্ক তোমার
বুঝি রাখলেন ভুবনে।।
চাতক ম’লে যাবে জানা
ও নামের গৌরব রবে না
জল দিয়ে কর সান্ত্বনা
দাসীকে রেখে চরণে।।
তুমি দাতা শিরোমণি
আমি চাতক কলঙ্কিনী
অন্য আশা নাহি জানি
ফকির লালন তাই ভণে।।
মন্তব্য করুন