চিনবে তারে এমন আছে কোন ধনী।
নয় সে আকার নয় নৈরাকার নাই ঘরখানি।।
বেদ আগমে জানা গেল
ব্রহ্ম যারে হদ্দ হ’ল
জীবের কি সাধ্য বলো
তারে চিনি।।
কত কত মুনিজনা
করিয়ে যোগসাধনা
লীলের অন্ত কেউ পেল না
লীলে এমনি।।
সবে বলে কিণ্চিৎ ধ্যানী
গণ্য সে হন শূলপানি
লালন বলে কবে আমি
হবো তেমনি।।
মন্তব্য করুন