তোমার ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কীসে চিনবি রে মানুষরতন।।
আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে
আপনারে চিনলে পরে
পরকে চিনা যায় তখন।।
ছিলি কোথা আলি হেথা
স্মরণ কিছু হল না তা
কী দেখে মুড়ালি মাথা
পথের নাই অন্বেষণ।
যার সঙ্গে এই ভবে আলি
তারে আজ কোথায় হারালি
সিরাজ সাঁই কয় পেট শাখালি
তাই লয়ে পাগল লালন।।
জুন 22nd, 2017 at 1:35 পুর্বাহ্ন
Who is dong writer.. tell me plz
জুন 22nd, 2017 at 1:36 পুর্বাহ্ন
Who is song writer..
জুন 22nd, 2017 at 1:37 পুর্বাহ্ন
Who is song writer