প্রেম জানে না প্রেমের হাটের বুলবুলা।
কথায় করি ব্রহ্ম আলাপ মনে খাই মনকলা।।
বেশ করে বৈষ্ণবগিরি
রস নাই তার ফষ্টি ভারি
হরি নামের ঢু ঢু তারি
তিনগাছি জপের মালা।।
খান্দা বান্দা ভূত চালানি
সেইটা বটে গণ্য জানি
সাধুর হাটে ঘুসঘুসানি
কী বলিতে কী বলা।।
মন মাতোয়ারা মদনরসে
সদাই থাকে কামাবেশে
লালন বলে সকল মিছে
লব-লবানি প্রেমতালা।।
Posted from WordPress for Android
নভেম্বর 22nd, 2015 at 9:20 অপরাহ্ন
বুলবুলা নয় , বোলবলা হবে ।।
ডিসেম্বর 26th, 2015 at 1:55 অপরাহ্ন
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি দেখব। জয়গুরূ!