Monthly Archives: সেপ্টেম্বর 2014

বিষামৃত আছে রে মাখাজোখা

বিষামৃত আছে রে মাখাজোখা।
কেউ জানে না কেউ শোনে না
যায় না জীবের দেলের ধোঁকা।।

হিংসা নিন্দাতম: গেলে
আলো হয় তার হৃদ-কমলে
অধমে উত্তম মেলে
গুরু যারে হয় সখা।।

মায়ের স্তনে শিশু ছেলে
দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে
সেই ধারাতে জোঁক লাগিলে
রক্তনদী পায় দেখা।।

গাভীর ভাণ্ডে গোরোচনা
গাভী তার মর্ম জানে না
সিরাজ সাঁই কয় লালন কানা
তেমনি একটা বোকা।।

Posted from WordPress for Android