প্রেমের সন্ধি আছে তিন।
ষড় রসিক বিনে জানা হয় কঠিন।।
প্রেম প্রেম বললে কী হয়
না জেনে সেই প্রেমের পরিচয়
আগে সন্ধি বোঝ, প্রেমে মজো
সন্ধিস্থলে সে মানুষ অচিন।।
পঙ্কজল ফুল সন্ধিবিন্দু
আদ্য মূল তার সুধার সিন্ধু
ওসে সিন্ধুমাঝে আলেক নেচে
উদয় হচ্ছে সদা রাত্রদিন।।
সরল প্রেমের প্রেমিক হলে
চাঁদ ধরা যায় সন্ধি খুলে
ভেবে লালন ফকির, পায় না ফিকির
হয়ে আছে সদা ভজনহীন।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন