বিনা মেঘে বর্ষে বারি।
সুরসিক হলে মর্ম জানে তারি।।
মেঘ-মেঘিতে সৃষ্টির কারবার
তারাই সবে ইন্দ্ররাজার আজ্ঞাকারী
যেজন সুধাসিন্ধু পাশে, ইন্দ্ররাজার নয় সে
অধিকারী।।
সুরসে নিরস ঝরে, সবাই কি তাই জানতে পারে
সাঁইয়ের কারিকুরি
যার একবিন্দু পরশে, এ জীব অনা’সে
হয় অমরি।।
বারিতে হয় ব্রহ্মাণ্ডের জীবন
বারি হতে হয় জীবের পাপ বিমোচন
হয় সবারি।।
দরবেশ সিরাজ কয় লালন
চিনে সেই মহাজন
থাক নেহারি।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন