বল রে বলাই তোদের ধরন কেমন হা রে।
তোরা সব বলিস রাখাল ঈশ্বর
এই গোপালকে মানিস কৈ রে।।
বনে যেয়ে বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোদের এ কেমন ধর্ম, বল সেই মর্ম
আজ আমারে।।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়
তোরা ঈশ্বর বলিস যার, কাঁধে চড়িস তার
কোন বিচারে।।
আমারে বুঝা রে বলাই
তোদের তো সে ভাব দেখি নাই
লালন বলে তার, ভাব বুঝা ভার
এ সংসারে।।
Posted from WordPress for Android