বলি রে মানুষ মানুষ এই জগতে।
কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে।।
যে চারে হয় ঘর গঠন
আগমেতে আছে রচন
ঘরের মাঝে বসে কোনজন
হয় তাই জানতে।।
এই মানুষে না যায় চিনা
কী বস্তু কেমন জনা
নিরাকারে নিরঞ্জনা
যায় না তারে চিনতে।।
মূল মানুষ এই মানুষে
ছাড়াছাড়ি কতটুকু সে
সিরাজ সাঁই কয় লালন বসে
বোঝ তত্ত্ব অন্তে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন