ভবে মানুষ-গুরু নিষ্ঠা যার।
সর্বসাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই সে জল
একা মেরে সাঁই, ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশে হয় বেদান্তর।।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে
যেজন দিব্যজ্ঞানী হয়, সেহি জানতে পায়
কলি যুগে হ’ল মানুষ অবতার।।
বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন