হতে চাও হুজুরের দাসী।
মনে গিল্লাদ পোরা রাশি রাশি।।
না জান প্রেম উপাসনা
না জান সেবা-সাধনা
সদাই দেখি ইতরপনা
প্রিয় রাজি হবে কিসি।।
কেশ বেঁধে বেশ করলে কী হয়
রসবোধ না যদি রয়
রসবতী কে তারে কয়
কেবল মুখে কাষ্ঠ হাসি।।
কৃষ্ণপদে গোপী সুজন
করে ছিল দাস্য সেবন
লালন বলে তাই কি রে মন
পারবি ছেড়ে সুখবিলাসী।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন