সোনার মানুষ ভাসছে রসে।
যে জেনেছে রসপান্তি সেই দেখিতে পায় অনাসে।।
তিনশো ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি
তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।।
মাতাপিতার নাই ঠিকানা
অচিন দেশে বসতখানা
আজগুবি তার আওনা-যাওনা
কারণবারির যোগ বিশেষে।।
অমাবস্যায় চন্দ্র উদয়
দেখিতে যার বাসনা হৃদয়
লালন বলে থেকো সদাই
ত্রিপিনের ঘাটে বসে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন