সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে।
যেমন মেঘেতে বিজলী খেলে।।
দল নিরূপণ হয় যদি
জানা যায় সেরূপ নিধি
মানুষের করণ হবে সিদ্ধি
সেইরূপ দেখিলে।।
গুরু কৃপার তুল্য যারা
নয়ন তাদের দীপ্তকারা
রূপে আশ্রিত হয়ে তারা
ভবপারে যায় চলে।।
স্বরূপ রূপে রূপের গমন
স্বর্গমর্ত্য পাতালভুবন
সিরাজ সাঁই কয় অবোধ লালন
চেয়ে দেখ নয়নে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন