সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে।
কারে বা কী বলি আমি দিশে না মেলে।।
শ্বেতদণ্ড জরায়ু ধরে
এক একেশ্বর সৃষ্টি করে
আগম নিগুম চরাচরে
তাই তো জাত ভিন্ন বলে।।
জাত বলিতে কী হয় বিধান
হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান
জাতের আছে কিবা প্রমাণ
শাস্ত্র খুঁজিলে।।
মানুষের নাই জাতের বিচার
এক এক দেশে এক এক আচার
লালন বলে জেতের ব্যবহার
গিয়াছি ভুলে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন