শিরনি খাওয়ার লোভ যার আছে।
সে কি চেনে মানুষরতন দরগাতলায় মন মজেছে।।
সাধুর হাটে সে যদি যায়
আঁট বসে না কোন কথায়
মন থাকে তার দরগাতলায়
বুদ্ধি তার পেঁচোয় পেয়েছে।।
প্রতিমা গড়ে ভাস্করে
মনপ্রাণ প্রতিষ্ঠা করে
আবার গুরু বলে তারে
এমন পাগল কে দেখেছে।।
মাটির পুতুল গড়ে নাচায়
আপনি মারে আপনি বাঁচায়
তাই জেনে স্বয়ং হতে চায়
লালন কয় তার সকল মিছে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন