রাসুলকে চিনলে পরে খোদা চিনা যায়

রাসুলকে চিনলে পরে খোদা চিনা যায়।
গেল রূপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে সেই দয়াময়।।

জন্ম যাহার এই মানবে
ছায়া তার পড়ে না ভূমে
দেখ দেখি তায় বর্তমানে
কে এলো এই মদিনায়।।

মাঠে ঘাটে রাসুলেরে
মেঘে রইতো ছায়া ধরে
দেখ দেখি তাই নিহাজ করে
জীবের কি সেই দরজা হয়।।

আহাম্মদ নাম লিখিতে
মিম হরফ হয় নফি করতে
সিরাজ সাই কয় লালন তাতে
কিছু নজির দেখায়।।

Posted from WordPress for Android


এখানে আপনার মন্তব্য রেখে যান