যে রূপে সাই আছে মানুষে।
শুদ্ধ রসের রসিক না হইলে খুঁজে পাবা না দিশে।।
বেদী ভাই বেদ পড়ে সদাই
আসলে গোলমাল বাধায়
রসিক ভেয়ে ডুবে হৃদয়
রতন পায় রসে।।
তালার উপরে তালা
তার ভিতরে আছে কালা
ঝলক দেয় সে দিনের বেলা
রসেতে ভেসে।।
লা-মুকামে আছে নূরি
এ কথা অকৈতব ভারি
লালন বলে দ্বারের দ্বারী
আদ্য মাতা সে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন