যেখানে সাইর বারামখানা।
শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কী কারখানা।।
আপ্ততত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সে-ই হয়েছে
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনে উতপত্তি প্রাণধন
সেই ধনের হ’ল না যতন
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হ’ল না।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন