যেও না আন্দাজি পথে মন-রসনা।
কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না।।
পথের পরিচয় করে
যাও না মনের সন্ধ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা।।
উজন ভেটেন পথ দুটি
দেখ নয়ন করে খাঁটি
দেও যদি মন গড়াভাটি
কূল পাবা না।।
অনুরাগ তরণী করো
ধার চিনে উজন ধরো
লালন কয় সে করতে পারো
মূল ঠিকানা।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন