যে যাবি আজ গৌরপ্রেমের হাটে।
তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্ নে চটে ফেটে।।
ও সে প্রেমসাগরের তুফান ভারি
ধাক্কা লাগে ব্রহ্মপুরী
কর্মযোগে ধর্মতরী
কারো কারো তাতে বেচেঁ ওঠে।।
ও চতুরালি থাকলে বল
প্রেমযাজনে বাধবে কল’
হারিয়ে শেষে দুটি কুল
কান্নাকাটি লাগবে পথেঘাটে।।
আগে দুখ পাছে সুখ হয়
সইয়ে বয়ে কেউ যদি রয়
লালন বলে প্রেম পরশ পায়
আমার মনে কি মন তাই ঘটে।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন