মুরশিদ জানায় যারে মরম সেই জানতে পায়।
জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়।।
নিরাকার কয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে
নিরন্তর সাই, অন্ত যার নাই
যে যা ভাবে তাই সে হয়।।
মুনশি লোকের মুনশিগিরি
কাজ নয় তার ফষ্টিগিরি
আকার নাই যার, বরজখ আকার
বলে সর্বদাই।।
নূরেতে কুল আদম পয়দা
আবার কয় পানির কথা
নূর কি পানি, বস্তু জানি
লালন ভাবে তায়।।
Posted from WordPress for Android
মন্তব্য করুন