Monthly Archives: এপ্রিল 2013

মদিনায় রাসুল নামে কে এল ভাই

মদিনায় রাসুল নামে কে এল ভাই।
কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই।।

ছায়াহীন যার কায়া
ত্রিজগতে তাইরি ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্য চায়।।

কী দিব তুলনা তারে
খুঁজে না পাই এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধূপের সময়।।

ছায়াহীন যারে দেখি
শরিক নাই যার সেই লা-শরিকি
লালন বলে তার হাকিকি
বলিতে ডরাই।।


মওলা বলে ডাক রসনা

মওলা বলে ডাক রসনা।
গেল দিন ছাড় বিষয় বাসনা।।

যেদিনে সাই হিসাব নেবে
আগুন পানির তুফান হবে
এ বিষয় তোর কোথায় রবে
একবার ভেবে দেখ না।।

সোনার কুঠরি কোঠা রে মন
সোনার খাট-পালঙ্কে শয়ন
শেষে হবে সব অকারণ
সার হবে মাটির বিছানা।।

ইমান ধন আখেরের পুজি
সে-ঘরে দিলে না কুঞ্জি
লালন বলে হারলে বাজি
শেষে কাদলে সারবে না।।


মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন আলেকলতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে তরবি।।

দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষ-গুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি।।

এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্য কার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি।।


মানুষ লুকাল কোন শহরে

মানুষ লুকাল কোন শহরে।
এবার খুঁজে মানুষ পাই নে তারে।।

ব্রজ ছেড়ে নদে এল
পূর্বান্তরে খবর দিল
নদে ছেড়ে কোথায় গেল
যে জান সে বলো মোরে।।

স্বরূপে এই রূপ দেখা
যেমন হয় চাঁদের আভা
তেমনি মত দেখলো কেবা
ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে।।

কেউ বলে তার নিজ রূপ ভজন
লয়ে নিজ দেশে গমন
মনে মনে ভাবে লালন
সেই নিজ দেশ বলি কারে।।